বাংলার মা মমতা বন্দোপাধ্যায় কে যারা অপমান করছেন তাঁদের পাড়ায় ঢুকতে দেবেন না,বঙ্গজননীর মহিলাদের আহ্বান বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের।
ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে জানিয়ে বঙ্গজননীর মায়েদের বিজেপির কর্মী সমর্থকদের কে পাড়ায় ঢুকতে বাধা দিতে আহ্বান করার পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদার প্রধানমন্ত্রীর নাম না করে বক্তব্য, সাদাদাড়ি হলেই রবীন্দ্রনাথ যেমন হয় না তেমনই বাংলার সংস্কৃতিকে অপমান করছে বিজেপি ।
বারাসাতের রথতলায় আই এন টি টিইউ সি র অনুষ্ঠানে এসে বিজেপির তত্ব এবং সাভারকারকে আক্রমণ করেন তিনি । একুশে বিজেপির পরাজয় নিশ্চিত ঘোষণা কাকলি ঘোষ দস্তিদারের ।
এরপরে অভিষেক বন্দোপাধ্যায়ের এক পরিবার এক নেতা বা নেত্রীর প্রস্তাবিত তত্বকে অভিষেকের ব্যক্তিগত মতামত জানিয়ে বলেন, এনিয়ে প্রয়োজন মনে করলে দল সিদ্ধান্ত নিতে পারে তবে তাঁর কোনো টিপ্পনি নেই ।।