উত্তর 24 পরগনা অশোকনগর :আদর্শ বালিকা বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ সরকারি নির্দেশিকা না মেনে অতিরিক্ত ফি নিচ্ছে স্কুল এমনকি স্কুল ফিস এর টাকা জমা না দিলে পরে মিড ডে মিলের চাল দেয়া হচ্ছে না।

এবং সরকারি নির্দেশিকা এই কোভিড পরিস্থিতি এবং লকডাউন এর ফলে যে ছাড় দেওয়ার কথা শেখার স্কুল কর্তৃপক্ষ দিচ্ছে না। এর জেরেই আজ সকাল থেকে বিক্ষোভ চলছে উত্তর 24 পরগনা আদর্শ বালিকা বিদ্যালয় এবং অভিভাবকরা মিলে বিক্ষোভ দেখাচ্ছে।




তাদের কাছ থেকে সাড়ে 700 টাকা করে নেওয়া হচ্ছে ফ্রী যেখানে মাঠ পরিষ্কার টয়লেট পরিষ্কার ও কম্পিউটার ফ্রী নেওয়া হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন 240 টাকা ভর্তির ফি দিতে হবে।




কেন এত টাকা নিচ্ছে। তাদের অভিযোগ মিড ডে মিলের সিলিপ না দেখালে মিড-ডে-মিল দিচ্ছে না। এই নিয়ে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয় এর সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে অশোক নগর থানার পুলিশ।
)