প্রান্তিক পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বনভোজনের আয়োজন করলো উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার মছলন্দপুরের এক স্বহৃদয় ব্যক্তি।
বনভোজন শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। এতেই খুশি’ প্রায় এলাকার সাড়ে তিনশো পিছিয়ে পড়া মানুষ।
উত্তর 24 পরগনা জেলার হাবরা থানা উপনে কালী তলা এলাকার বাসিন্দা সুবোধ কুমার টিকাদার তিনি এই আয়োজন করেন। পেশায় একজন বেসরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মচারী।

স্বেচ্ছায় অবসর নেওয়ার পর পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে চলেছেন সুবোধ বাবু। এলাকার পিছিয়ে পড়া মানুষদের নিয়ে তাই এক বনভোজনের আয়োজন করলেন রবিবার দুপুরে।
গ্রামীন পরিবেশের মধ্যে। খাওয়া-দাওয়ার পর স্বভাবতই খুশি পিছিয়ে পড়া পুরুষ ও মহিলারা। আগামী দিনে সুবোদ বাবুর ইচ্ছা রয়েছে এই পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এলাকার বাইরে ঘুরতে নিয়ে বন ভোজনের আয়োজন করবেন।




সুবোধ বাবু সাংবাদিকদের জানান,এই রকম অনুষ্ঠান আয়োজন করতে পেরে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে পেরে আত্মসন্তুষ্টি অনুভব করছি।
গাইঘাটা থেকে পিকনিক করতে আসা গীতা রানী বালা জানান এই প্রথম তিনি পিকনিক করতে এসেছেন। এখানে আনন্দ সারা দিন আনন্দ করতে পেরে খুশি।