জগদ্দল স্থিরপারা এলাকায় বাড়িতে গাছ কাটার নাম করে ঢুকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে জোর করে এক নাবালিকাকে শ্লীলতাহানি করে এক যুবক।

ওই নাবালিকার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্ত ওই যুবককে ধরে ফেলে ।সঙ্গে সঙ্গে জগদ্দল থানার পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত ওই যুবককে ধরে থানায় নিয়ে যায়।




পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবক স্থানীয় এলাকাতেই থাকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবকের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি জানায় স্থানীয় বাসিন্দারা।