নিমতলা মহাশ্মশান থেকে ফেরার পথে 407 সামনের চাকা বাস্ট করে তার ফলে রাস্তার ডিভাইডারে লেগে গাড়ি পালটি খায়
স্পটে তিনজন মারা যায় এবং সবাইকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়|

আনুমানিক 40 জন এর কাছাকাছি গাড়িতে লোক ছিল বেশিরভাগ আহত তাদের মধ্যে একজন বেশি আহত হয় তাকে আরজিকর হাসপাতালে টান্সফার করা হয়েছে এবং বাকিরা বারাসাত হাসপাতাল আছে এই মুহূর্তে একজনের জীবন এখনো আশঙ্কাজনক