হাট বসাকে কেন্দ্র করে পুনরায় উত্তপ্ত হয়ে উঠলো নদিয়ার শান্তিপুর। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের গোডাউন পাড়া এলাকার একটি মাঠে বে আইনি ভাবে হাট বসাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ স্থানীয় মানুষের সাথে বিবাদ চলছিল এক সমাজবিরোধী গোষ্ঠীর।

অভিযোগ, ওই মাঠে হাট বসায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। বুধবার পুনরায় ওই মাঠে হাট বসলে বিরোধিতা করে স্থানীয় মহিলারা। আর এর পরই উত্তপ্ত হয়ে ওঠে শান্তিপুরের গোডাউন মাঠ এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ।এদিন সকাল থেকে চাপা উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।



