১১৫০ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল বড়ঞা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বারো চাকা ট্রাক।
শনিবার ভোররাতে গোপনসূত্রে খবর পেয়ে কুলি মোড়ের কাছে ট্রাকটি আটক করে পুলিশ। ওই ট্রাক থেকে ১১৫ টি গাঁজা ভরতি প্যাকেট মিলেছে।
প্রত্যেকটি প্যাকেটে ১০কেজি করে গাঁজা ছিল।সমস্ত গাঁজা বাজেয়াপ্ত করে ট্রাকের চালক আব্দুল রহমান ও সহকারী নূর বাসারকে গ্রেপ্তার করে পুলিশ।
চালক আব্দুল রহমানের বাড়ি উত্তরপ্রদেশের খড়দানি এলাকায়,নূর বাসারের বাড়ি বিহারের সিওয়ানে।