সালারে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে সালার থানার তালিবপুর গ্রামে ।
অভিযুক্ত যুবক খন্দেকার তফিউল সেখ এর নামে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, ওই নাবালিকা বর্তমানে কান্দি হাসপাতালে চিকিৎসাধীন।
https://www.todaybengal.co.in/zilla/north-24-parganas/attack-on-bjp-at-bizpur/
পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুরে মাংস কেনার জন্য পাড়ার একটি দোকানে যায় তখন পাড়ার যুবক তাঁর রাস্তা আটকে ধরে এবং ওই নাবালিকাকে জোর করে তার দোকানে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
বাড়ি গিয়ে সমস্ত ঘটনার কথা বাড়িতে এসে বলে এবং পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ।