গোপন সূত্রে খবর পেয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জালনোট সহ ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম কবিরুল শেখ(৩৮)।
তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার বখরাবাদ, হঠাৎপাড়া এলাকায়। সোমবার সন্ধ্যা নাগাদ ধূলিয়ান ফেরিঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চারটে দুহাজারের নোট ও ২৪৮ টি পাঁচশো টাকার নোট উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তি কোথায় এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে জালনোট গুলো নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার তাদের জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠিয়ে পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। নৌকা পেরিয়ে লুঙ্গির গাঁটে করে নিয়ে এসে জাল নোট গুলো পাচার করার চেষ্টা করেছিল ওই ব্যক্তি।