নিজস্ব সংবাদদাতা: জগদ্দল বিধানসভার অন্তর্গত আতপুর এক নম্বর বঙ্কিমনগর এলাকায় তৃণমূল কর্মী লিটন দাসের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের।

গতকাল গভীর রাতে স্থানীয় তৃণমূল কর্মী বান্টি দাস ও তার দলবল এসে এই বোমাবাজি করে বলে অভিযোগ।গভীর রাতে সকলেই যখন ঘুমন্ত অবস্থায় ছিল সে সময় তার বাড়িতে পরপর দুটি বোমা ছোড়ে তারা। বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা।




এই ঘটনায় লিটন দাস এর পরিবার ও আচ্ছা এলাকাবাসী যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েন। এ বিষয়ে ভাটপাড়া থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ লিটন দাসের পরিবারের।