পরিষেবা না পেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করলেন স্থানীয় মানুষজন। অবস্থান বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালন করলেন পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘিরে। ঘটনাটি ঘটেছে পটাশপুর এক নম্বর ব্লকের গোপালপুর গ্রামে।
সাধারণ মানুষের অভিযোগ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব সানা
দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণ দেখিয়ে ঘরবন্দি হয়ে আছেন ।

যার কারণে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ আর সেই কারণে বাড়ি ঘেরাও করেন এবং অবস্থান বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।
প্রধান সুস্থ-সবল আছেন নিজের ব্যবসা সামলাচ্ছেন সবরকম কাজকর্ম করছেন তা সত্ত্বেও তিনি নিজের প্রধানের দায়িত্ব পালন করছেন না।




অসুস্থতার অজুহাত দেখিয়ে। শাসক দলের নেতারা পরিকল্পিতভাবে প্রধানকে অসুস্থতার কারণ দেখিয়ে বসিয়ে রেখেছে বলে এমনটাই অনুমান এলাকাবাসীর। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্বে আছেন অঞ্চলের উপপ্রধান প্রোভুরাম দাস।তবে ওনার কাছ থেকে ঠিকমত পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
বিভিন্ন ধরনের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই
অবিলম্বে পঞ্চায়েত প্রধানকে দায়িত্ব গ্রহণ করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার দাবি জানান এলাকার মানুষজন।