আজ কাঁচরাপাড়া জোড়া মন্দির বিদ্যাপীঠ স্কুল সংলগ্ন এলাকায় মাতৃ স্পন্দন মহিলা বৃন্দ উদ্যোগে ও সংবাদিক সৌভিক সরকারের তৎপরতায় 160 জন দুঃস্থ দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিলেন।
পাশাপাশি আজ এই মহৎ কাজে সাংবাদিক থেকে সাথে এসে পাশে দাঁড়িয়েছেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি ত্রিগুনা রায় বীজপুর থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশকর্মীরা।
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাতৃ স্পন্দনের সদস্য দের ছোট ছোট চারা গাছ মাটিতে স্থাপন করলেন বীজপুর থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত বিশ্বাস।