সোমবার নদীয়া জেলার গয়েশপুর ফিসারী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট।

দির্ঘ দিন এই রাস্তার বেহাল দশা, কল্যাণী ষ্টেশন থেকে জহরলাল নেহেরু হসপিটালে যাবার এটাই এক মাত্র পথ।অভিনব কায়দায় বাম নেতা কর্মীরা রাস্তার মধ্যে চারা গাছ লাগিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন।




বিক্ষোভের ফলে পথ চলতি সাধারন মানুষ ও যানবাহন চালকেরা সমস্যায় পড়েন।