জগদ্দল থানার ঢিল ছোড়া দূরত্বে পালঘাট রোডের পুরানী বাজার এলাকায় শুক্রবার রাতে মুড়ি মুরকির মতন বোমাবাজি হয় ।
স্থানীয়দের অভিযোগ , ওইদিন গভীর রাতে একদল দুষ্কৃতী আচমকা হানা দিয়ে মুন্না সাউয়ের হোটেল কাম বাড়িতে ভাঙচুর চালায় ।
তারপর মমতা ট্রাভেলস কাম বাড়িতে বোমাবাজি করে। হিরন সাউয়ের টোটো ভাঙচুর করে।
অভিযোগ, বাকরমহল্লা, ছাই মাঠ মুখে ২৫-৩০ জন দুষ্কৃতী হানা দিয়ে কমপক্ষে ১২-১৫ টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।