বিয়ের দু’মাসের মধ্যে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রী কৃষ্ণ নগর এলাকায়।
অভিযোগের তীর গৃহবধূর শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার ওই গৃহবধূর শ্বশুর বাড়িতে উপস্থিত হন তার পরিবার জন।
মৃত গৃহবধূর ভাই মনিশ সিং বলেন গত 30 শে নভেম্বর শ্রীকৃষ্ণ নগরের বাসিন্দা জয়ন্ত সিংয়ের সঙ্গে তার বোন বাবলির বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তার বোনের উপরে শশুর শাশুড়ি ও স্বামী মানসিকভাবে ও শারীরিকভাবে অত্যাচার চালাত।
তবে আজ খবর পেয়ে যখন ছুটে আসি তার শশুর শাশুড়ী এবং ওই বাড়ির মালিক তারা পলাতক ছিল।
মনীশের অভিযোগ তার বোনের হাতের শিরা কেটে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে গেলেও বাবলির স্বামীকে গ্রেফতার করে পুলিশ