আজ ২২ শে জানুয়ারি বালুরঘাট পৌর সভার সুরেশ রঞ্জন পার্কে শুরু হল ফুলমেলা ২০২১। প্রতি বছর বালুরঘাট পৌর সভার পৌরকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে এই ফুল মেলা।

সেই মত আজ থেকে শুরু হল এই ফুলমেলা। আজকে এই ফুলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হরিপদ সাহা,দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষী দত্ত, জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা।




ফুলমেলা টি চলবে তিনদিন ধরে।এই বছর এই ফুলমেলা ৩৫ বছরে পদার্পন করলো। এই বছর এই ফুলমেলায় ৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে।




যদিও প্রতিবছর অনেক বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করে কিন্তু এই বছর করোনার কারনে প্রতিযোগী সংখ্যা কম বলে জানা গেছে।