একাধিক দাবিতে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে অবস্থান-বিক্ষোভ কর্মবিরতি চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীদের দ্বিতীয় দিনে পড়ল ।
রাজ্য বিদ্যুৎ চুক্তি ভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চের অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি।
বুধবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও বুনিয়াদপুর ডিভিশনের চুক্তিভিত্তিক ঠিকা
বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতির মাধ্যমে অবস্থান বিক্ষোভে বসেন।
সংগঠনের অভিযোগ গত মাসের ১২ই জানুয়ারি বিধান নগরে বিদ্যুৎ ভবন এর সামনে একাধিক দাবিতে তারা আন্দোলন ও করেন ।
অভিযোগ ওঠে আন্দোলনরত বিদ্যুৎ কর্মীদের মারধর করেছে পুলিশে।
পাশাপাশি এইদিন জেলার চুক্তিভিত্তিক ও ঠিকা বিদ্যুৎ কর্মীদের সংগঠনের তরফে রাজ্য সরকারের কাছে বেতন বৃদ্ধি চাকরির নিশ্চিত করণ সহ একাধিক দাবি-দাওয়া জানানো হয়।
এছাড়াও দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান এছাড়াও দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান ।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চের দক্ষিণ দিনাজপুর জেলার সদস্যরা।