প্রয়াত INTTUC র ব্লক সভাপতি তথা ইটাহার উল্কা ক্লাবের বর্ষীয়ান সদস্য বিমল পাঠক এর স্মরন সভার আয়োজন করা হয় ইটাহারে।
গত কয়েক দিন আগে শারীরিক অসুস্থতা কারণে প্রয়াত হন ইটাহার ব্লক সভাপতি বিমল পাঠক।
মৃত্যু কালিন বয়স হয়েছিল ৫৬ বছর।
বুধবার ইটাহার উল্কা ক্লাবের পক্ষ থেকে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় উল্কা ক্লাবের মাঠে প্রয়াত বিমল পাঠককে শ্রদ্ধা জানাতে স্মরন সভার আয়োজন করা হয়।
এদিনের স্মরন সভা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা উল্কা ক্লাবের সম্পাদক অমল আচার্য,
এছাড়াও রায়গঞ্জ পুরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস, ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত,
বিশিষ্ট ব্যাক্তি অমিত গাঙ্গুলী, নাজমুল হোসেন, শৈলেন চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যাক্তি সহ উল্কা ক্লাবের সদস্যরা।
এদিন প্রয়াত বিমল পাঠক এর ছবিতে পুষ্প নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিমল পাঠক এর সামাজিক কাজকর্মের কথা তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা।