একদিকে করোনার থাবা অপর দিকে ডেঙ্গু,
গয়েশপুর পৌরসভার পক্ষথেকে এবং গয়েশপুর পৌর স্বাস্থ্য কর্মীদের ব্যাবস্থায় আজ সকালে গয়েশপুর অঞ্চলে ডেঙ্গু বিজয় অভিযান চালায়।
পৌর স্বাস্থ্য কর্মীরা সুসজ্জিত ভাবে এলাকায় পরিক্রমা করে এবং সাধারণ মানুষ কে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানাযায়।

উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলের চেয়ার পার্সেন্ট মরন কুমার দে ও অন্যান্য সরকারি আধিকারীক গন এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বাস্থ্য আধিকারিকরা।
মরন কুমার দে জানান যে এখনো পর্যন্ত গয়েশপুর অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের কোন খবর নেই।তবুও আমরা সব রকম ভাবে প্রস্তুত আছি পাশাপাশি মানুষ কে সচেতন থাকার আবেদন জানান।