খড়দহ থানার অন্তর্গত কামারহাটি বিটি রোডের উপর একটি লরির মধ্যে একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
লরির মালিক এর কথায় সকালবেলা দরজা খোলার জন্য ডাকাডাকি করতে সাড়া মেলেনি।
পরে এলাকার লোক নিয়ে দরজা খুলতেই গাড়ির চালক আসিফ আলীর (22) মৃত দেহ নজরে আসে।
পরে খড়দহ থানায় খবর দিলে পুলিশ তদন্তে নামে। এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন এসিপি সেন্ট্রাল জোন, থানার অফিসার ইনচার্জ সহ পদস্থ পুলিশ কর্তারা।
এটি খুন না আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।