ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সাংবাদিক সম্মেলন করে বলেন তিনি এবং তার দল সিআইডি তদন্ত খুশি নন এত দিন হয়ে গেল একজন দাগী আসামীকে গ্রেফতার করতে পারেনি।যার নির্দেশে এই খুন যাদের নাম এফআইআর-এ আছে তাদের একজন কেউ জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি এখান থেকে পরিষ্কার সিআইডি ও পুলিশ তদন্ত চাপা দিতে চাইছে উপরন্তু বিজেপি কর্মীদের এবং তাকে এই কেসে ফাসানোর চক্রান্ত করছে।

গতকাল মোমবাতি মিছিলে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। 13 তারিখে তৃণমূল কংগ্রেস করে শান্তি মিছিল করবেন তিনি কটাক্ষ করে বলেন এটা শান্তি মিছিল নয় এর আনন্দ মিছিল। 16 তারিখ অর্জুন সিং হাল্লা বোল মিছিলের কর্মসূচি পালনের ঘোষণা করেন। তিনি আরো দাবি করেন তাকে ফাঁসবার জন্য সিআইডি সবরকম ব্যবস্থা করেছিলেন সিআইডি নিজেদের মধ্যে চ্যাটিং করে সেই কথা আদান প্রদান করেছেন সেই চ্যাটিংয়ের কপি অর্জুন সিং এর হাতে। তিনি সেই কবে সাংবাদিকদের হাতে তুলে দেন।