বাপুজীর জন্মজয়ন্তিতে স্বচ্ছতা অভিযানে নামল বারাসত বিজেপি। সকাল বেলা শহরের ত্রিকোণ পার্ক থেকে চাপাডালি মোড় হয়ে আই কোর মোড় পর্যন্ত রাস্তার দুধার পরিস্কার করে তারা।বিজেপির সংসদীয় জেলা সভাপতি শঙ্কর চ্যাটাজী ঝাঁটা হাতে রাস্তা সাফাই এ নামেন।

তিনি অভিযোগ করেন শহরবাসী শহরকে পরিস্কার রাখতে চাইলেও, পুরসভা কোন পরিকাঠামো না করার জন্যই উত্তর ২৪ পরগনার জেলা সদর শহর এত অপরিষ্কার। তার অভিযোগ শহরের কোন ডাস্টবিন নেই। ফলে মানুষ এখানে সেখানে আবর্জনা ফেলে যাচ্ছে।




আজ প্রতীক স্বচ্ছতা অভিযান হয়েছে।তাদের দলকে পুরসভায় শহরবাসী দায়িত্ব দিলে সবার আগে ঝকঝক শহর তৈরীতে জোর দেবেন তারা। এই অভিযান চাপাডালি মোড়ে শেষ হয়।



