এদিন বেকারত্ব কমাতে হবে এই দাবিকে সামনে রেখে সিউড়িতে সার্কিট হাউজ মোড় থেকে জেলাশাসকের দপ্তরে পর্যন্ত একটি মিছিল করা হয়|
এবং এই মিছিলের শুরুতেই এবং মিছিলের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের পক্ষ থেকে “খেলা হবে” স্লোগান দেওয়া হয়।
ইতিমধ্যেই খেলা হবে স্লোগান রাজ্য রাজনীতিতে জায়গা নিয়েছে। অনুব্রত মণ্ডল “খেলা হবে” স্লোগান দিয়েছিল তৃণমূলের জনসভা থেকে।
যদিও বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি খেলা আমরা শুরু করিনি, এই খেলা ভয়ঙ্কর খেলা শুরু করেছে তৃণমূল কংগ্রেস শেষ করবে বিজেপি। সাধারণ মানুষ এই খেলার শেষ করবে।