নিজস্ব সংবাদদাতা: রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান তথা পলিটবুর্যো সদস্য বিমান বসুর দাবী তৃণমূলের সঙ্গে বিজেপি সাজ গাঁট বেঁধে চলছে। তার প্রমান পদেপদে মিলেছে।

রাজ্যে বিজেপি বিরোধিতা লোক দেখানো। বিভিন্ন ভাবে তার প্রমান মিলেছে। তৃণমূল রাজ্যে ও বিজেপি কেন্দ্রে এদের জন্য দেশের ক্ষতি হচ্ছে।




আজ বেলঘড়িয়া ফিডার রোডে শ্রমজীবী ক্যানটিনের ১০০ দিন উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিতে আসেন পূজোয় সংগঠন গুলো ৫০ হাজার টাকা দিচ্ছেন আবার বিষমদ পান করলে মৃত্যু হলে ২ লক্ষ টাকা দিচ্ছেন বলে রাজ্য সরকার কে কটাক্ষ করেন।




বিজেপি বলছে থালা বাজাও। তৃনমূলের মুখ্যমন্ত্রী বলছেন করোনা ভাইরাসকে কোল বালিশ বানিয়ে রাখো।এই দূটো কথা থেকে বোঝা যায় তারা কেউ এই রোগ নিয়ে সতর্ক নন।