সৌভিক সরকার :কাঁচরাপাড়াতে ক্যান্সারাক্রান্ত দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন বীজপুর থানার সাব-ইন্সপেক্টর গৌরব ব্যানার্জি।এবার কাঁচরাপাড়া লিচুবাগান সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন ক্যান্সার আক্রান্ত দুস্থ দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন বীজপুর থানার ভারপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর গৌরব ব্যানার্জি ।

এর আগেও লকডাউনে প্রচুর দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন এই অফিসার। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত 48 এর ব্যক্তি গোবিন্দ ঘোষ এই ঘটনা শোনার পর স্ত্রী টুলু ঘোষের মাথায় আকাশের ছাদ ভেঙে পড়ে কিভাবে চলবে তাদের সংসার দুই মেয়েকে নিয়ে চিন্তার মধ্যে পড়ে এই পরিবার কোনরকম সাহায্য পায়নি এলাকার কোন রাজনৈতিক দলের থেকে।




অবশেষে বীজপুর থানার এই অফিসার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য ও মাসিক পণ্য সামগ্রী তুলে দিলেন সাহায্যের জন্য নিজের হাত বাড়িয়ে পরিবারের পাশে থাকবেন আগামী দিনে এমনই আশ্বাস দিলেন।