নিজস্ব সংবাদাতা : রেল যাত্রীদের মন্থলি এক্সটেনশন কাজ শুরু হয়ে গেলো। যেহেতু আগামী বুধবার থেকে ট্রেন চলাচল শুরু হবে। কারণ করোনা আবহে দীর্ঘ ২৪ শে মার্চ মাঝ রাত থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

সেই কারণে ধাপে ধাপে বুধবার থেকে ট্রেন চলাচল শুরু হবে মাস্ক পরে ও সামাজিক দুরত্ব বজায় রেখে।




বারুইপুর স্টেশন ম্যানেজার এর কথা অনুযায়ী আগাী কাল থেকে ট্রেনের টাইম টেবিল দেওয়া হবে ।




রেল আধিকারিকদের সূত্র থেকে জানা যায় শিয়ালদহ সাউথ সেকশান ৪০০ জোড়ার বেশি ট্রেন চলাচল করত সেখানে বুধবার থেকে ১০০ জোড়ার কাছাকাছি অর্থাৎ ২৫ পারসেন্ট ট্রেন চলাচল করবে।