নিজস্ব সংবাদাতা : কালীপুজোর রাতে নৈহাটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বাজি ফাটানো নিয়ে মহামান্য আদালতের নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে নৈহাটির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

এদিন তিনি নৈহাটির বিভিন্ন এলাকার পাশাপাশি নৈহাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা অরবিন্দ রোডের বিভিন্ন কালী পুজো মণ্ডপ ঘুরে ঘুরে দেখেন তিনি।এছাড়াও বিভিন্ন পুজো মণ্ডপে করোনা বিধি ঠিকমতো পালন হচ্ছে কিনা তাও বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।