বারাসাত মধুমুরালিতে স্ত্রীকে ছুরি মারার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে বারাসাত 22 নম্বর ওয়ার্ডের মধুমুরালি এলাকায় স্ত্রীকে ছুরি মারার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে।

অভিযোগ, স্বামী সকালে বাড়িতে আসলে দরজা খুলতে দেরি হওয়া নি শুরু হয় স্বামী ও স্ত্রী র মধ্যে বচসা। এর পরেই গন্ডগোল চরম পর্যায়ে পৌঁছালে স্বামী ছুরি দিয়ে বউকে কোপায় বলে অভিযোগ।
ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়ই আহত হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ছুরি দিয়ে কোপানোর। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খবর দেয় বারাসাত থানার পুলিশকে।
বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে এসে ছুরি টি উদ্ধার করেছে এবং অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।