fire on kamarhati

নিজস্ব সংবাদদাতা :  শারদ উৎসবের ঠিক 15 দিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল গেঞ্জির সূত্র গেঞ্জির কাপড় তৈরীর কারখানা ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভা 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়া নর্থ স্টেশন রোডে শালপাতা বাগানে গেঞ্জির কাপড় তৈরির কারখানার নাম বালাজি নেট ফেব্রিক ।

fire on kamarhati

আজ দুপুর 11 টা থেকে 11:30 এর মধ্যে কারখানার একটি মেশিনে আগুন লাগে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুন দেখে সাথে সাথে পানিহাটি ফায়ার বিগেট খবর দেওয়া হয় সেখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে প্রথম তারপরে আরো তিনটে গাড়ি আসে কামারহাটি নর্থ ব্যারাকপুর পানিহাটি এবং ব্যারাকপুরের লালকুঠি রে চারটে ফায়ার ব্রিগেডের গাড়ি কাজ করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ আসে পুলিশের বেলঘড়িয়া থানার আইসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আসে দু’ঘণ্টার বেশি সময় ধরে আগুন কন্ট্রোলে আনতে সময় লাগে।

fire on kamarhati

যেহেতু ধার্য পদার্থ তুলো সুত সহ ভিতরে তেল জাতীয় জিনিসের দাম থাকা দোতলা এডবেস্টার এর সেট ভেঙে পড়ে যায় পানিহাটি ফায়ার ব্রিগেডের একজন কর্মী অসুস্থ হয়ে পড়ে অসুস্থ ফায়ার ব্রিগেড কর্মীর নাম আব্দুল হক বয়স 33 তাকে সাথে সাথে মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল দেখাতে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা হয় লালকুঠি ফায়ার ব্রিগেডের ওসি সুব্রত গুহ জানান তুলো এবং সুতো জাতীয় দ্রব্য থাকায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কারখানাতে।

fire on kamarhati

ফায়ার বিগেট এর কোন ব্যবস্থা নেই তারা সমস্ত রকম পরীক্ষা করে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই কারখানাতে 20 থেকে 25 জন শ্রমিক কাজ করে এই কারখানার ম্যানেজার খবর করতে গেলে সহযোগিতা করে না এবং খবর পড়তে বাধা দেওয়ার চেষ্টা করে এলাকার মানুষ এবং ওই শালপাতা বাগানের ভিতর অনেক ছোট ছোট কারখানা রয়েছে সেই সমস্ত কারখানার শ্রমিকরা সহযোগিতা করে নইলে আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

fire on kamarhati

কারখানার উপরের এডবেস্টার এর শেষ পর্যন্ত উড়ে যায় সেট ভেঙে পড়ে দোতলাটা পুরো লোহার জয়েস এবং লোহার প্লেট দিয়ে করা তারপরে প্রচন্ড গরম হয়ে যায় ফায়ার বিগেট এর কর্মীদের কাজ করতে কিছুটা অসুবিধা হয় তুলোর বস্তু যেহেতু সুতো সুতোর বড় বড় রোল গেঞ্জির থান এগুলো থাকায় ধুয়ো বেশি হয়ে যায় সে কারণে ফায়ার ব্রিগেড কর্মীদের কাজ করতে অসুবিধা হয়।

শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তার মধ্যেই তারা আগুন নেভানোর কাজ করে আগুন কন্ট্রোলে আনতে প্রায় আড়াই ঘন্টা উপর সময় সময় লাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here