মঙ্গলবার সন্ধ্যা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকায় আশ্রয় নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।
নেতাজির জন্ম জয়ন্তী উৎসব পালিত হল । নেতাজির জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান ও নরনারায়ণ সেবার ও ব্যবস্থা করে দিলেন সংস্থার পক্ষ থেকে,
আজ জ্ঞানীগুণী ব্যক্তি সংবর্ধনা মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
আশ্রয় সংস্থার কর্ণধার সুরিয়া প্রতাপ সিং বলেন আম্ফান,ও করোনার মতো দুরারোগ্য ব্যাধি থেকে আমরা সকলে গৃহবন্দি।
তখন এই আশ্রয় মানুষের পাশে ভরসা হয়ে দাঁড়িয়েছে। আশ্রয় সংস্থা পক্ষ থেকে মানুষের মনের কথা বুঝতে প্রতিদিন দুয়ারে দুয়ারে গিয়ে আমরা সমীক্ষা ও চালিয়েছিলাম সমীক্ষা মতন মানুষের পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম শুকনো খাবার থেকে তাদের খাদ্য দ্রব্যাদি তুলে দিয়েছি।
আশ্রয় সংস্থার সভাপতি প্রবাল চৌধুরী বলেন এখনো অনেক বাকি মানুষের হয়ে কাজ করার জন্য। মানুষ বড় একা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তৈরি আছি।
আমরা সুন্দরবন থেকে দক্ষিণ কলকাতা সমস্ত ভবঘুরে থেকে অসহায় মানুষদের পাশে আমরা আছি এটাই আমাদের বার্তা।