গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে পৌঁছে দি খবর, বারবার আক্রান্ত হতে হয় আমাদের ।
কখনো শুনতে হয় “দুই পয়সার সাংবাদিক” কখন ও বা পরে এলোপাথাড়ি মার ।

আজ রানাঘাটের হবিবপুরের ছাতিমতলা মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, সবার আগে আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখায় সভা চলা কালীন প্রাণী বন্ধু সমিতির তরফ ব্যানার নিয়ে বিক্ষোভ দেখানো হয়।
সেই ক্ষোভ গিয়ে পড়ে সেই “দুই পয়সার সাংবাদিক” দের ওপর কেনো তারা তাদের কথা শুনতে গেছিলো ।




মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে নেমে যাওয়ার পর বিক্ষোভকারীদের বক্তব্য শুনতে যায় সাংবাদিক রা আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে শাসক দলের কর্মীরা ।




এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ব্রাত্য বসু এই ঘটনার তীব্র নিন্দা করেন ।
আমরা সবার কথা শুনি এবং পৌঁছে দি মানুষের কাছে, কিন্তু আজ আমাদের কথা শোনার কেউ নেই । আজ আমরা আক্রান্ত, বিপদের মধ্যে আজ “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ”।