নিজস্ব সংবাদদাতা : শনিবার গভীর রাতে হঠাৎ মিনাখাঁর মালঞ্চ বাজারে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় দশটি দোকান। যার মধ্যে রয়েছে দুটি বড় ব্যাগের দোকান, দুটি মুদিখানা দোকান, একটি দশকর্মার দোকান সহ বেশ কয়েকটি সবজির দোকান রয়েছে।

মালঞ্চ বাজার সংলগ্ন কোন পুকুর বা পানীয় জলের নলকূপ না থাকার ফলে স্থানীয়রা আগুন নেভাতে বেশ হিমশিম খায়। দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাজির আগুন থেকে এই আগুন লেগেছে।




কলকাতা হাইকোর্ট দীপাবলিতে সমস্ত বাজি নিষিদ্ধ করার পরেও মালঞ্চ বাজারে দেখা যায় প্রচুর বাজে ব্যবসায়ীরা বাজী বিক্রি করতে।পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ এই গুরুত্বপূর্ণ বাজারে কিভাবে বাজি ফাটানো হয় তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক এ দাবি অবিলম্বে এই মালঞ্চ বাজারে ফায়ার স্টেশন করার প্রয়োজন