মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তী উপলক্ষ্যে পশ্চিম বঙ্গ সরকারের বিশেষ কর্মসূচী পথশ্রী অভিযানের সূচনা হলো । এদিন উত্তর বঙ্গের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের ফুলবাড়ী থেকে রাজ্যের সর্বত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে পথশ্রী অভিযান প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্য জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুর থানা এলাকার ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কোকা পুর যোগেন্দ্র নাথ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ময়দানে।




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী,জেলা শাসক চৈতালী চক্রবর্তী,বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বারাসাত ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাদ উদ জামান প্রমুখ।