মিনাখাঁ ব্লক যুব ও মাদার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার মিনাখাঁ মালঞ্চ বাজারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল, মিনাখা বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল, মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আয়ুব হোসেন গাজী সহ আরো অনেকে।
এদিন এই বিক্ষোভ সমাবেশের শেষে মিনাখাঁর বামন পুকুর, ঝিকরা, মালঞ্চ সহ বেশ কয়েকটি গ্রাম থেকে প্রায় 500 টি পরিবার বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন বিক্ষোভ সমাবেশের ওই মঞ্চ থেকে তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মন্ডল, কালাম মল্লিক, বিধায়িকা ঊষা রানী মন্ডলে হাত ধরে তারা তৃণমূলে যোগদান করে।বিধানসভা নির্বাচনের আগে এইভাবে তৃণমূলে যোগদান করায় বিজেপি সংগঠন আরও মজবুত হলো বলে দাবী তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মন্ডল এর।