নবম শ্রেনীর ছাত্রীকে টিউশন থেকে ফেরার পথে ধর্ষন এক যুবকের, অপমানে ইঁদুর মারা বিষ খেয়ে আত্মঘাতী ছাত্রী। ঘটনাটি বীরভূমের মুরারই এর, মৃত্যুর আগে পরিবার গ্রামের লোকেদের দোষীর নাম জানিয়ে যায় ওই ছাত্রী।

গতকাল রাত্রে ঐ ছাত্রী টিউশন পরে ফেরার পথে গ্রামেরই এক যুবক তাকে ধর্ষন করে,অপমানিত হয়ে এবং পরিবারের সম্মানের কথা ভেবে কাউকে না জানিয়ে বিষ খান ঐ ছাত্রী।প্রথমে তাকে মুরারই হাসপাতাল পরে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।




আজ ভোর ৫টায় মৃত্যু হয় ঐ ছাত্রীর।অভিযুক্ত যুবক উৎপল মালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মুরারই থানার পুলিশ অন্যদিকে মৃত ঐ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি।ঐ ছাত্রীর মেডিকেল রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের কড়া শাস্তির দাবী গ্রামবাসী ও মৃতের পরিবারের৷