আজ শনিবার থেকে বারাসাত রবীন্দ্র ভবনে এই রাজ্য সম্মেলনের সূচনা, চলবে আগামী কাল পর্যন্ত। মূলত দীর্ঘদিন ধরে কৃষি কারিগরি সংস্থায় শূন্যপদ পূরণ নিয়ে ও দ্রুত কিভাবে নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় এবং রাজ্যের সমস্ত ব্লগগুলিতে সারা দেশজুড়ে চলা অস্থির পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর মতাদর্শকে আরো বিকশিত করার লক্ষ্য রাজ্য সম্মেলনে আলোচনার মূল বিষয়বস্তু।
জেলা কারিগরি কর্মী সংস্থার সম্পাদক চন্দ্রশেখর চক্রবর্তী জানালেন, আজ এবং আগামীকাল চলবে এই রাজ্য সম্মেলন। কোভিদ বিধি মেনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, ২০০০ সালের পর এই দপ্তরে কোন নিয়োগ হয়নি। পুরনো কর্মীচারীরাই দীর্ঘদিন ধরে ব্লক বিডিও থেকে শুরু করে বিভিন্ন কাজ করে আসছে। এমনকি রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প তারা কাজ করছে।

এই দপ্তরে বহু শূন্য পদ রয়েছে। কিন্তু এত বছর ধরে কোন নিয়োগ হয়নি। শূন্য পদ গুলি পূরণ নিয়ে এবং বর্তমান পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর মতাদর্শকে আরো বিকশিত করার লক্ষ্য রাজ্য সম্মেলনে আলোচনার মূল বিষয়বস্তু