নিজস্ব সংবাদদাতা:রেলের বিধিনিষেধ কে উপেক্ষা করেই, আজ কাচড়াপাড়া স্টেশানের সব হকারই দোকান খুলে ফেললো। রেলের তরফ থেকে যদি বাধা দেওয়া হয়, তাহলে প্রতিরোধ হবে বলে হুমকি দিলো রেলে হকারসরা।যদি ও রেলের তরফ থেকে এখনো অবধি কোন বাধা আসেনি। তবে রেল পুলিশ সুত্রে খবর হকারসদের বাধা দিলে অশান্তি ছড়াতে পারে।তাই ঝামেলা এড়াতে কোন বাধাই তারা দিতেই চান না।
তবে পেট বড়ো বালাই।রেল পুলিশের ঝুকি নিয়ে স্টেশানে দোকান খুলে ফেললেন কাচড়াপাড়ার রেল হকাররা।
দীঘ্য’ আট মাস পর দোকান খুলতে পেরে খুশি হকাররা।
টানা আট মাস দোকান বন্ধ থাকায় চরম আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছে সবাই কে। বেশ কয়েকজন আর্থিক অনটনে চিকিতসা করাতে না পেরে মারাও গেছেন।সবাই আশা করছেন রেল পুলিস যদি বাধা না দেয় তাহলে আর্থিক দৈনদশা কাটবে।