নিজস্ব সংবাদদাতা: বিজেপির জেলা সভাপতি উমা শংকর সিং এর বাড়ির কাছেই বোমা ফেটে জখম প্রদীপ মাহাতো(10)সুমিত ভক্ত(8) নামে দুই কিশোর। বুধবার ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার আটচালা বাগান এলাকার গঙ্গা সিং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বোমা ফেটে একজনের ডান হাতের কব্জি উড়ে গেছে। আরেকজন বাচ্চার দুটি চোখে আঘাত লেগেছে। গুরুতর জখম দুজনকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের বক্তব্য, ছয়-সাতজন বাচ্চা প্রতিদিনের মতো খেলা করছিল। স্কুলের শৌচালয়ে রাখা বোমা ফেটে দুজন বাচ্চা আহত হয়েছে। কি ভাবে এই বোমা বিস্ফোরণ হলো তা নিয়ে সংশয় রয়েছে। এলাকার মানুষের বক্তব্য কেউ বাইরে থেকে বোমা ছুঁড়তে পারে অথবা ভিতরেই বোমা রাখা থাকতে পারে। এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।