বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকে।
দীর্ঘদিন লকডাউন থাকার সময়ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায় দুঃস্থ মানুষদের খাবার সহ বিভিন্ন ক্ষেত্রে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তা প্রশংসনীয়।
আজ বর্ধমান শহর সংলগ্ন দেওয়ান দীঘি মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ উত্তরণ ‘ এর পক্ষ থেকে বেশ কিছু মানুষকে যারা ওই এলাকায় ক্ষুধা নিবারনের জন্য ভিক্ষাবৃত্তি করে সেই সমস্ত অসহায় মানুষদেরকে তীব্র শীতের হাত থেকে কিছুটা হলেও রক্ষা দিতে শীতবস্ত্র প্রদান করা হয়।
এবং তাদেরকে আবারও খাওয়ানো হয়, উত্তরণ সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে তারা প্রতি মঙ্গলবার এই সমস্ত ভিক্ষুক সহ দুঃস্থ মানুষদের খাবার খাওয়াবে ।
এবং আরও জানান শুধু খাবার খাওয়ানোই নয় ,জানার চেষ্টা করা হবে সেইসব অসহায় দুঃস্থ মানুষদের প্রয়োজনীয়তা এবং সাধ্য অনুযায়ী তার প্রয়োজন মিটিয়ে দেওয়ার চেষ্টাও করা হবে।
এমন মহৎ কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষেরা ।
‘উত্তরণ’ সংস্থার পক্ষ থেকে তাদের এই কর্মকান্ডের শামিল হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আহ্বান জানিয়েছেন।