মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মাওবাদী প্যাকেজের দাবি তুলে জেলাশাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আত্মসমর্পণকারী মাওবাদীদের। এদিন জেলাশাসক দপ্তরে মাওবাদী প্যাকেজের দাবি তুলে শতাধিক আত্মসমর্পণকারী মাওবাদীরা পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান ।
পরে জেলাশাসকের নিকট একটি স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবি পূরণ না হলে পুনরায় মাওবাদী সংগঠনে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তারা । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়।
রাজ্যে পালা বদলের পর একদা মাও অধ্যুষিত জঙ্গলমহলের পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আত্মসমর্পণ করেন মাওবাদীরা ।
কিন্তু রাজ্য সরকারের দুদফার পরে জেলার বহু আত্মসমর্পণকারী মাওবাদীদের জোটেনি রাজ্য সরকারের চাকুরী ।
তাই নিজেদের দাবি পূরণে আবার পথে নামলেন তারা। এদিন প্রায় ঘন্টাখানেক জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানোর পর জেলাশাসককে স্মারকলিপি জমা দেন তারা।