নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশেরধর্ষণ ঘটনায় কাঁচরাপাড়াতে এসসি এসটি নেতৃত্বে মহা মিছিল করলেন আলো রানী সরকার ও সুবোধ অধিকারী।

উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনায় আজ কাঁচরাপাড়াতে এসসি এসটি নেতৃত্বে মহা মিছিল করলেন আলো রানী সরকার ও সুবোধ অধিকারী।




এছাড়া উপস্থিত ছিলেন এসসি এসটি নেতৃত্বরা সহ কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারপারসন সুদামা রায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।