হিন্দমোটর শিবতলায় পথ অবরোধ করে তৃনমূল কর্মিরা।
স্থানীয় একটি পেট্রোল পাম্পে বিক্ষোভও দেখায়।তৃনমূলের পক্ষ থেকে দাবী করা হয় তেলের দাম কমানোর।
পেট্রোল সাতাশি টাকা লিটার,ডিজেল আশি ছাড়িয়েছে।জ্বালানীর দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।
কেন্দ্র সরকার তেলের দাম নিয়ন্ত্রনে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তৃনমূলের।অবরোধের জেরে যানজট তৈরী হয় জিটি রোডে।