আলু চাষিরা ইটাহারে আলু আলু চাষ করে ফলন ভালো হলেও, বাজারে দাম না পাওয়ায় কম দামে আলু বিক্রি করে আর্থিক ক্ষতির মুখে পরছে আলু চাষিরা ইটাহারে এমনি অভিযোগ ইটাহার থানার চাকলা, ঘেরা কাপাশিয়া সহ অন্যান্য গ্রামের আলু চাষিরা।

আলু চাষিদের অভিযোগ বিঘা প্রতি আলু চাষ করতে আলুর বিজ সার সহ প্রায় ২০থেকে ২৫ হাজার টাকা খরচ হয় |
এবারেও ভালো ফলন হয়েছে তবে বাজারে সেরকম দাম নেই ৫থেকে ৬কেজি দরে পাইকারি আলু বিক্রি করতে হচ্ছে যা দেখা যাচ্ছে বিক্রি করে ২০ হাজার টাকাও হচ্ছে না,লাভ তো দুরের কথা বরং বিঘা প্রতি ৫/৭ হাজার টাকা ক্ষতির মুখে পরতে হচ্ছে|
আমরা চাই সরকারী ভাবে আলু চাষিদের কাছে থেকে কিনে সঠিক মূল্য দেওয়া হোক।




যদিও উত্তর দিনাজপুর জেলার কৃষি সমবায় কর্মধক্ষ্য মোশারফ হোসেন বলেন এর আগের বছরেও সরকারী ভাবে আলু কিনা হয়েছিল এবং এবছরও আলুর দাম বেশি থাকায় আমরা সমবায় সমিতির মাধ্যমে আলু বিক্রি করেছি, তবে সরকারি নিয়ম রৃতি মেনেই এবারেও যেন কেনা হয় তা জেলা কৃষি সমবায় দপ্তরে জানানো হবে ও বিষয়টি দেখা হচ্ছে।