যারা বেশি ভ্রষ্টাচার করছে তারাতো পালাবেই তাদের যেতে দাও বিধানসভা ভোটের পর সবার লম্ফঝম্ফ বন্ধ হয়ে যায়।
আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ড ময়দানে কর্মী সভায় ভাষণ দিতে গিয়ে নাম না উল্লেখ করে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীকে এভাবে আক্রমণ শানালো মুখ্যমন্ত্রী।
এদিন কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজেপির তীব্র বিরোধিতা করে তার ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ শানান।
মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র সরকার যে বাজেট করছে সেটা জনবিরোধী বাজেট , কৃষক বিরোধী বাজেট কেন্দ্রীয় সরকার সব কিছু দেশীয় সম্পদ বিক্রি করে দিচ্ছে ।
এদিন প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জির নাম না উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান যেই ছেলেটা বাইরে গিয়ে বড় বড় কথা বলছে সে বন সহায়ক নিয়োগ নিয়ে কারসাজি করেছে এমন অনেক অভিযোগ এসেছে আমরা এই বিষয়ে তদন্ত করছি ।