ইটাহার থানার ওসি অভিজিত দত্তের তৎপরতায় সর্ষের জমিতে একাধিক হাত বোমা সহ সকেট বোম উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে।
এদিন ইটাহার থানার টপ ইট ভাটা সংলগ্ন এলাকায় জাতীয় সরক থেকে দুইশো মিটার দূরে সর্ষে জমিতে কয়েকটি ব্যাগের মধ্যে একাধিক বোমা উদ্ধার করে ইটাহার থানার পুলিশ, খবর পেয়ে সহ জেলা RT লেপচা, সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনা স্থলে|

পুলিশ প্রশাসনের তরফে খবর দেওয়া হয় cid সহ বোম ডিসপোজাল কে , অবশেষে মালদহ থেকে আসে বোম ইসকোয়াট , ছুটে আসে রায়গঞ্জ দম কলের ইঞ্জিন,রাখা হয় এম্বুলেন্স অবশেষে সেই এলাকায় ফাঁকা মাঠে বোমা গুলো নষ্ট করেন পুলিশ প্রশাসন তরফ|




পুলিশ সুত্রে জানা গিয়েছে ৩৬টা সকেট বোম সহ হাত বোমা কোন সামাজিক কাজের জন্য দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বোমা গুলো এনে রেখে যায়|