নিজস্ব সংবাদাতা: উত্তরপ্রদেশে এক নারীকে গণধর্ষণ করে নৃশংস ভাবে খুন করার প্রতিবাদে এবার প্রতিবাদে সামিল হল কলেজ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বেশ কিছু মানুষজন। এক প্রতিবাদ মিছিল এর মাধ্যমে উত্তরপ্রদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় আজ।

নৈহাটি পাওয়ার হাউজ মোড় থেকে শুরু করে নৈহাটি বরোদা ব্রিজ পার হয়ে ঘোষপাড়া রোড ধরে নৈহাটি মেছুয়া বাজার গঙ্গা ফেরিঘাট পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে পা মেলান তারা। এই প্রতিবাদ মিছিলে অধিকাংশের পরিধানে ছিল কালো পোশাক। এছাড়াও মিছিলের অগ্রভাগে গিটার বাজিয়ে গানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তীব্র প্রতিবাদে সামিল হোন এই সমস্ত মানুষজন।