মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে আজ উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার।
রাজ্যপাল সস্ত্রীক সর্বধর্ম প্রার্থনা সভায় যোগদান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত প্রমুখ।
রাজ্যপাল পরে জানান, গান্ধীজীর আদর্শ, চিন্তাধারা এবং অহিংস নীতি আজও সমগ্র বিশ্বজুড়ে প্রাসঙ্গিক। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন অবাধ,শান্তিপূর্ণ এবং হিংসাবিহীন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।