মালবাজার মহকুমার গাজোলডোবায় তিস্তা বাধের দাবিতে কৃষক দের পথ অবরোধ ।
রাজ্য সড়কের ওপর বসে পরেছে কৃষকেরা। দীর্ঘ ২০ বছর ধরে বাধের দাবি করলেও এখনো হয় নি সেই বাধ।
সেই কারনে প্রতি বর্ষায় কৃষক দের জমির ফসল চলে যায় তিস্তার গর্ভে।
ইতি মধ্যে বহু ঘরবাড়ি তিস্তা চলে গেছে। তাই বাধ্যে হয়ে রাজ্য সড়ক অবরোধ করছে কয়েকশো কৃষক।
যার ফলে রাস্তার দুধারে দারিয়ে পরেছে বহু গাড়ি।
ঘটনা স্থলে পুলিশ প্রশাসন। কৃষকদের দাবি যতক্ষন না প্রতিশ্রুতি মিলছে ততক্ষন অবরোধ চলবে।
এলাকার কৃষকদের দাবি প্রতি বর্ষায় তিস্তার জল ঢুকে যায় কৃষি জমিতে, যার ফলে নষ্ট হয় তাদের ফসল।
বার বার বহু নেতা এবং দপ্তরে জানিয়েও এখনো বাধ হয় নি। সেই কারনে চলছে অবরোধ।
এলাকার তৃনমুল গ্রাম পঞ্চায়েত সদস্য রাধেশ্যাম মল্লিক বলেন কোন ভাবেই তৈরি হচ্ছে না বাধ।
তাই রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি। নিজের নেতা মন্ত্রীদের বলেও কোন লাভ হয় নি।
শেষমেশ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রশাসন আশ্বাস দিলে রাস্তা খোলা হবে।
দীর্ঘক্ষণ অবরোধের ফলে, ঘটনা স্থলে আসে মালবাজার এবং ক্রান্তির পুলিশ।
চলে রাস্তা খুলে দেবার জন্য কৃষকদের সাথে আলোচনা। পড়ে মালবাজারের বিডিও সাথে ফোনে আলোচনার আস্বাস পেয়ে প্রায় ১ ঘন্টা অবরোধ চলার পর, অবরোধ দুলে নেয় কৃষকেরা।