জেলাশাসককে জানিও মেলেনি কোন সূরাহা। দীর্ঘ 10 বছর সরকারি চাকরির পরীক্ষা হয়নি অথচ বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন না জানিয়ে অনেকের চাকরি মিলেছে।
বৃদ্ধ বাবা-মাকে দেখভালের ক্ষমতা নেই। শিক্ষিত হয়েও কোন কাজ না পাওয়ার লজ্জায় রাতে ঘুম ছুটে গিয়েছে। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে চিঠি দিলেন মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লক এর রতনপুরের যুবক সাম মহম্মদ।

তিনি চিঠিতে উল্লেখ করেন পিছিয়ে পড়া এলাকা সামশেরগঞ্জ ব্লক অনুন্নত,যোগাযোগ ব্যবস্থা কৃষি প্রবঞ্চক ব্যবসার সুযোগ ও তেমন নেই, শিক্ষিত হয়ে বাড়িতে বসে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই পরিস্থিতিতে বেকারত্ব জ্বালা সহ্য করা খুব কঠিন বাধ্য হয়ে আপনার কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাচ্ছি এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে।