।পরবর্তীতে ডেপুটেশন জমা দেয় CSP কর্মীরা।পঞ্চায়েত CSP কর্মীদের স্থায়ীকরন,তাদের টাকা একাউন্টে আসা চাই,তাদের পরিচয় পত্র দিতে হবে,সি এস পি দের চুক্তপত্র বাতিল করতে হবে।

এমন একাধিক দাবি জানিয়ে বারাসত এডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অফিসের সামনে জেলার শতাধিক মহিল কর্মীরা বিক্ষোভ শুরু করে।




পরে তাদের দাবিদাওয়া, লিখিত আকারে একটি স্মারকলিপি জমা দেয় উক্ত দপ্তরে।
সেই দপ্তর থেকে সি এস পির করা দাবির আশ্বাস দিলে পরবর্তীতে বিক্ষোভ তুলে নেয় মহিলা কর্মীরা।